উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর ১নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি, তৃণমূল, সিপিএম, অনাস্থা।

0
252

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ– উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর ১নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি, তৃণমূল, সিপিএম, অনাস্থা। এক নাম্বার অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে বিজেপির দখলে ছিল কিন্তু সরকারি কোনো সঠিক কাজ হতো সেই কারণেই নয় জন মেম্বার প্রধানের বিরুদ্ধে অনাস্থা অনলেন ভোটাভুটির মাধ্যমে এক নাম্বার অনন্তপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখল হলো। এই অনাস্থায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ,তৃণমূল কংগ্রেস নেতা বাপ্পা সরকার,অঞ্চল সভাপতি, উত্তম সরকার,সুজিত বর্মন।