পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:- ঘটনার পাঁচদিন কেটে গেলেও দোষীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় পুনঃরায় নিতুরিয়া থানায় দরবার করলেন অভিযোগকারী। গত 20শে জানুয়ারী রাতে নিকটস্হ একটি কারখানায় নির্মান সামগ্রী সরবরাহকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় বেনিপুর গ্রামে।এই ঘটনায় দু’জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।পরদিন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও দোষীরা গ্রেফতার হয়নি। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবেএই দাবীতে লিখিত অভিযোগ জানিয়ে সরব অভিযোগকারী।তার দাবী অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।আতঙ্কে রয়েছি। নিতুরিযা পুলিশ সূত্রে জানা যায় তল্লাশি চলছে, অভিযুক্তরা পলাতক।
ঘটনার পাঁচদিন কেটে গেলেও দোষীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় পুনঃরায় নিতুরিয়া থানায় দরবার করলেন অভিযোগকারী।

Leave a Reply