চন্দ্রকোনারোড শহর সংলগ্ন সাতবাঁকুড়ার ৬০নম্বর জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু,চাঞ্চল্য।

0
238

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- আবারো পথদুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন সাতবাঁকুড়া এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে, জানা গিয়েছে মৃত যুবকের নাম মানু জানা, বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর, বাড়ি গড়বেতা ১ নম্বর ব্লকের সরবেড়িয়া গ্রামে, জানা গিয়েছে মঙ্গলবার সকাল নাগাদ মোটরসাইকেল ও লরির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।