নদীয়ার কৃষ্ণনগরের জেলা পরিষদের সভা কক্ষে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হলো আজ।

0
302

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন হোক সর্বব্যাপী, সুগম এবং অংশগ্রহণমূলক এইবার্তাকে সামনে রেখে কোভিড বিধি মেনে, নদিয়া জেলা নির্বাচনী আধিকারিক “জাতীয় ভোটার দিবস” পালন করলো নদীয়া জেলা পরিষদের সভা কক্ষে। উপস্থিত ছিলেন, নদীয়া জেলার অতিরিক্ত জেলা শাসক শেখর সেন, কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু দে, মৌমিতা সাহা ছাড়াও নদীয়া জেলার বিভিন্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাড়াও বহু নতুন ভোটাররা। রাজ্যের মধ্যে নদীয়া জেলা প্রথম স্থান অধিকার করায়, আজ কলকাতা “ভাষা ভবনে” নদীয়ার জেলাশাসক শশাঙ্ক শেট্টি কে পুরস্কৃত করা হবে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা পরিষদের সভা কক্ষে নতুন ভোটারদের ভোটার কার্ড তুলে দিলেন অতিরিক্ত জেলা শাসক এবং কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন সম্মানীয় অতিথিবর্গরা। জাতীয় ভোটার দিবসে সঙ্গীত পরিবেশন করে মানুষকে সচেতন করেন, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুদানপ্রাপ্ত লোক শিল্পীরা। এই অনুষ্ঠানে নদীয়াজেলার চারজন বিডিও কে পুরস্কৃত করা হয় পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা প্রীতি হয়েছে তাদের পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা শাসক এবং আধিকারিকেরা।