ব‍্যবসায়ীরা নিজেরাই বন্ধ পালন করছেন তাদের রুটিন এলাকা ভিত্তিক অনুয়ায়ী।

0
330

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ব‍্যবসায়ীরা নিজেরাই বন্ধ পালন করছেন তাদের রুটিন এলাকা ভিত্তিক অনুয়ায়ী।তাই এখন আর দেখা মেলেনা পুলিশের কড়া হাতে দোকান বন্ধ করার দৃশ্য।শহরের বিশেষ কেন্দ্র আজ ছিল এলাকা ভিত্তিক বন্ধের অংশ।খোলেনাই কোন দোকানপাঠ ।আংশিক বিধিনিষেধের আজ পঞ্চম দিন। কদমতলা থেকে চার নম্বর ঘুমটি ,মিউনিইসিপ‍্যাল মার্কেট বন্ধ রাখার নির্দেশ রয়েছে আজকে।করোনার বাড়তিতে 20শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পযর্ন্ত আংশিক বিধিনিষেধ ঘোষণা করে জেলা প্রশাসন। ।জাতীয় ছুটির দিনগুলোতে দেবা হয়েছে ছাড়।সেই দিনগুলো তে কোথায় ও এলাকা ভিত্তিক বন্ধ রাখার নির্দেশ দেয়নি জেলা প্রশাসক।আজকের বন্ধ ও যথেষ্ট ভালো হয়েছে।শহরের প্রাণ কেন্দ্র কদমতলা ও ছিল পুরোটাই বন্ধ।টোটো ছাড়া কোনধরনের যানবাহন এই দিন দেখা যায় নি।