রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস,তার আগেই চন্দ্রকোনারোড শহরের লজ গুলিতে নাকা চেকিং পুলিশের।

0
406

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, রাজ্য প্রশাসনের নির্দেশে রাজ্যের জেলাগুলিতে চলছে পুলিশি নাকা চেকিং, মঙ্গলবার সন্ধায় পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে শহরের লজ গুলিতে পুলিশি নাকা চেকিং, এইদিন লজে থাকা বিভিন্ন আবাসিকদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গোটা এলাকার নাকা চেকিং করল পুলিশ প্রশাসন, মূলত প্রজাতন্ত্র দিবসের দিন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যই চলছে পুলিশি তৎপরতা।