নীলনির্জন ড্যামে পালিত হল প্রজাতন্ত্র দিবস।

0
322

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- আজ ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে দিনটি। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত নীলনির্জন ড্যামে সাড়ম্বরে পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এদিন বক্রেশ্বর তাপবিদ্যুত কেন্দ্রের জেনারেল ম্যানেজার অলক মাইতি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি করোনা সচেতনতার জন্য গোটা রাস্তাজুড়ে অঙ্কন করা হয়।