প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর পদ্মভূষণ প্রত্যাখান নিয়ে বলেন এটা তার ব্যাক্তিগত ব্যাপার : দিলীপ ঘোষ।

0
285

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সিপিএম পরম্পরা কোনদিনই বজায় রাখেন নি । প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর পদ্মভূষণ প্রত্যাখান নিয়ে বলেন এটা তার ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু কমিউনিস্টরা চিরদিন দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করেছে । এরকমই বলেন দিলীপ ঘোষ । পদ্মভূষণ নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ । সব সময় যেন পশ্চিমবঙ্গ দেশের বাইরে । সাধারণ বাঙালি যারা দেশপ্রেমিক তাদেরকেও ধীরে ধীরে দেশের বিরোধিতা শেখানো হচ্ছে , বলে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের । বুধবার সকালে মেদিনীপুর শহরের চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদ্মভূষণ পুরস্কার নিয়ে এরকম মন্তব্য করলেন তিনি । পাশাপাশি মেদিনীপুর শহরের খাপ্রেল বাজার এলাকায় পতাকা উত্তোলন করেন । দেশের জাতীয় পতাকা উত্তোলন করে প্রজার গুরুত্ব কোথায় সে প্রশ্নও তুলেছেন তিনি ।