মানবিক হকার,অসুস্থ মহিলাকে সেবা শ্রুশ্রূষা করে বাড়িতে ফেরালেন।

0
382

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বুধবার সকাল।দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে তখন দেশাত্মবোধক গান বাজছে।স্টেশন চত্বরে লোক সংখ্যা ও নগণ্য।ডাউন ট্রেন থেকে নেমে এক মহিলা তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আচমকা ক্যানিং ষ্টেশন চত্বরে অসুস্থবোধ করতে থাকেন। আচমকা পড়েও যান ওই মহিলা।এমন ঘটনায় দৌড়ে আসেন হকার উৎপল বসু ও সিকান্দর সাহানীরা। তাঁরা ওই মহিলা কে উদ্ধার করে মাথায় জল দিয়ে ক্ষতস্থানে মলম দিয়ে সেবা সুশ্রুষা করেন। পরে ওই মহিলার বাড়িতে খবর দেয় তারা। মহিলার পরিবারের লোকজন ক্যানিং ষ্টেশনে আসলে তাদের হাতে মহিলা কে তুলেদেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে সোনারপুর থেকে ট্রেনে চেপে উত্তর ২৪ পরগনায় জেলার হিঙ্গলগঞ্জের হেমনগর কোষ্টাল থানার যোগেশগঞ্জ গ্রামের বাড়িতে ফিরছিলেন বছর সাতচল্লিশ বয়সের গৃহবধু সীতা মন্ডল। ক্যানিং ষ্টেশনে নেমে অসুস্থ হয়ে পড়ে যান।হকাররা তাঁকে উদ্ধার করে প্রাথমিক ভাবে সেবা শ্রুশ্রুসা করে তাঁর বাড়িতে খবর দেয়।খবর পেয়ে ওই গৃহবধুর সন্তান অরিন্দম মন্ডল দৌড়ে আসেন। হকাররা অরিন্দমের হাতে তাঁর মা কে তুলে যায়।
হকারদের এমন মানবিক কর্মের জন্য প্রশংসা করেছেন তিনি।
তাঁর কথায় রাস্তায় কোথাও কিছু দুর্ঘটনা ঘটে গেলে খবর পাওয়াই মুশকিল ছিল। স্টেশন চত্বরে হওয়ায় মানবিক হকাররা আমার মা কে উদ্ধার করে প্রাথমিক ভাবে সেবা শ্রুশ্রুষা করে ফোনে জানায় ঘটনার কথা। না হলে হয়তো বড় ধরনের বিপদ হতে পারতো।