কলেজের অধ্যক্ষের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের ।

0
262

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ- সকাল থেকে অধ্যক্ষের অফিসের সামনে বিক্ষোভ পড়ুয়াদের আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হলো কলেজ চত্বর । শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত খ্রিস্টান কলেজে ।

জানা যায় , খ্রিস্টান কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ৩২ জন ছাত্রছাত্রী অধ্যক্ষের অফিসের সামনে সকাল থেকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন । তাদের দাবি , আমাদের ফাইনাল পরীক্ষায় বসতে দিতে হবে না হলে একটা বছর নষ্ট হবে । অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি , ফাইনাল পরীক্ষায় বসতে হলে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক কিন্তু ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে ২৫ শতাংশ করা হয়েছে । তারপরেও দেখা যাচ্ছে ৩২ জন ছাত্রছাত্রীর ২৫ শতাংশের নিচে উপস্থিতি রয়েছে । তাদের ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না এমন সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ । আর সেই ছাত্র-ছাত্রীরা রীতিমতো অধ্যক্ষের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন । পরে কলেজের অধ্যক্ষ বাঁকুড়া সদর থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের সাহায্যে নিয়ে সন্ধ্যা বেলায় অধ্যক্ষ কলেজ ক্যাম্পাস ত্যাগ করে। ছাত্রছাত্রীরা এখনো নাছোড়বান্দা তাদের পরীক্ষাতে বসতে দিতেই হবে, তারা জানাচ্ছে তাদের জীবনের একটা বছর নষ্ট যাতে না হয় তার জন্য তাদের এই অবস্থান। তারা যদিও তাদের অনুপস্থিতর কথা স্বীকার করে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। কতৃপক্ষ এখনও তাদের সিদ্ধান্তেই অনড় এমনটাই সাফ জানিয়ে দিলেন অধ্যক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here