মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হলো দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস।

0
248

মালদা, নিজস্ব সংবাদদাতা : মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হলো দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস।
বুধবার সকাল ৯ টা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পতাকা উত্তোলন করে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মালদা রেঞ্জের ডিআইজি অলক রাজোরিয়া,পুলিশ সুপার অমিতাভ মাইতি সহ অন্যান্য আধিকারিকরা।
করোনা পরিস্থিতিতে কোনো স্কুল কুচকাওয়াজে অংশগ্রহণ করেনি।
পুলিশ, মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, কলেজের এনসিসি গ্রুপ কুচকাওয়াজে অংশ নেয়। মোট দশটি গ্রুপ অংশ নেয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।
এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়।