নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে দলীয় কর্মসূচিতে নেমে পড়েছে বিজেপি থেকে তৃণমূল নেতাকর্মীরা, এবার সেই
দেওয়াল লিখনের কাজ করতে গিয়ে তৃণমূলের দ্বারা আক্রান্ত বিজেপির দলীয় কার্যকর্তা রূপম মাইতি।এমনটাই ওই বিজেপি নেতার,
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ২নং ওয়ার্ডে।মূলত সামনে পুরসভার নির্বাচন তার আগেই সমস্ত রাজনৈতিক দল ময়দান ইতিমধ্যে নেমে পড়েছে, সে দিক থেকে এইদিন বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখনের কাজ শুরু করা হয়েছিল, বিজেপির ওই কার্যকর্তা দেওয়াল লেখার কাজ করছিল সেই সময় তৃণমূলের কতিপয় দুষ্কৃতীরা আচমকাই তাঁর উপরে হামলা চালায় তার প্রভাবে মারধর করে বলে অভিযোগ। মারধরের ঘটনায় জখম হয় ওই বিজেপির কার্যকর্তা।
যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে বিজেপি অন্যান্য নেতাকর্মীরা।যদিও এই গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, পাল্টা অভিযোগ অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা, ঘটনার শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Home রাজ্য দক্ষিণ বাংলা আবারো কাঁথিতে বিজেপির কার্যকর্তাকে মারধরের অভিযোগ, অভিযোগের তির তৃণমূলের দিকে।