স্কুল খোলার দাবিতে বিক্ষোভ মাচানতলা মুক্তমঞ্চে।

0
300

আবদুল হাই, বাঁকুড়া :- করোনার কারণে বিগত দুবছর থেকে এই রাজ্যে প্রাথমিক বিদ্যালয় গুলি বন্ধ আছে যার ফলে এসমস্ত বিদ্যালয়ের পাঠরত ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে এরই প্রতিবাদে আজ বাঁকুড়া মাচানতলা মুক্তমঞ্চে এডুকেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয় এরপর একটি পদযাত্রা বের করা হয় যা বাঁকুড়ার বিভিন্ন অংশে পরিক্রমা করে এই বিষয়ে এই সংগঠনের এক আধিকারিক জানান বিগত দুই বছর ধরে এ রাজ্যের প্রাথমিক বিদ্যালয় বন্ধ যার ফলে শিশু শিক্ষা আজ উপেক্ষিত তিনি বলেন যে তারা অবিলম্বে করোনা বিধি মেনে প্রাথমিক বিদ্যালয় খোলা দাবি জানাচ্ছেন এর সাথে তারা জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবি জানান তিনি বলেন যে কাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লীতে যে কুচকাওয়াজ হয়েছিল তাতে তারা আশ্চর্যের সাথে দেখলেন যে কেন্দ্রীয় সরকার এটা বলতে চাইছে যে বিজ্ঞানভিত্তিক যে লেখাপড়া তা আদিযুগের ঋষি মনীষীদের জ্ঞান লব্ধ শিক্ষার ভিত্তিতে তৈরি করা হয়েছিল এভাবে তারা আধুনিক শিক্ষা কে অবহেলা করতে চাইছেন তারা এর তীব্র প্রতিবাদ করছেন রঞ্জিতবাবু বলেন যে তারা সমস্ত ঘটনা বেড়ে আবার থেকে প্রাথমিক স্তরের বিদ্যালয় খোলা দাবি জানাচ্ছেন যাতে শিশুশিক্ষা অতল গহবরে নিমজ্জিত না হয় তিনি জানান যে আজকের এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে বাঁকুড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ সম্মিলিত হয়েছেন।