প্রশাসন জেলে ভরলেও আগামী 7 ফেব্রুয়ারি নিজেদের উদ্যোগে স্কুল খুলবো, বিক্ষোভে নদীয়াজেলা বেসরকারি শিক্ষক শিক্ষিকারা।

0
371

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী 7 ফেব্রুয়ারি থেকে আমরা নিজেরাই স্কুল খুলবো, প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিতে পারে। এবার পাড়ায় পাড়ায় স্কুল চালু করার তীব্র প্রতিবাদ জানিয়ে ডি আই অফিসের সামনে বিক্ষোভ দেখানো নদীয়া জেলা বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয় এবার স্কুলে নয় ছাত্রছাত্রীদের পড়াশোনা হবে পাড়ায় পাড়ায়। মূলত এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামল বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি গোটা দেশে প্রায় 25 হাজারেরও বেশি বেসরকারি স্কুল রয়েছে। আড়াই লক্ষ বেশি শিক্ষক-শিক্ষিকা রয়েছে। স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে অনেকে মারা গেছেন আবার অনেকে দিনমজুর করে সংসার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশিকা কে ঘিরে তীব্র আন্দোলনে নেমেছে তারা। তাদের দাবি আগামী 27 ফেব্রুয়ারি শিক্ষক-শিক্ষিকারা নিজেদের উদ্যোগে প্রতিটি বেসরকারি স্কুল খুলবে। প্রশাসন জেলে বললেও তাদের কোনো যায় আসে না। মূলত এই দাবী নিয়ে নদীয়া জেলার কৃষ্ণনগরে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here