পরিশেষে সাঁকরাইল আজিজিয়া হাই মাদ্রাসা স্কুলে পরিচালন কমিটি বোর্ড গঠন হলো নির্বিঘ্নে।

0
208

প্রকাশ কালি ঘোষাল , হাওড়া :  পরিশেষে সাঁকরাইল আজিজিয়া হাই মাদ্রাসা স্কুলে পরিচালন কমিটি বোর্ড গঠন হলো নির্বিঘ্নে। হাওড়া জেলা সাঁকরাইল থানার অন্তর্গত সাঁকরাইল এর আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন কমিটি গঠন করা হলো। ২১ শে ডিসেম্বর ২০২১ সালে পরিচালন কমিটি ভোটের ফলাফল বেরোনোর পরেও বোর্ড গঠন করা যায়নি বিশেষ কারণবশত । সেই বোর্ড গঠন করা হলো । ৪/ ২ ফর্মুলায়। তৃণমূল ৪ ডিএনপির ২ , তৃণমূল বোর্ড গঠন করায় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন । বোর্ড গঠনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সাঁকরাইলের প্রশাসন তৎপরতা ছিল তুঙ্গে। সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল বিজয়ীদের অভিনন্দন জানালেন।