নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক জমির ফসলের পাশাপাশি হাতির হানায় গুরুতর আহত এক যুবক, ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৬ নম্বর শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করমশোল এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে এলাকায় তাণ্ডব চালায় ১২ থেকে ১৩টি হাতির একটি বড় দল, এই তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির আলুর পাশাপাশি একাধিক জমির ফসল, ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা, শুক্রবার সকাল নাগাদ এমনই চিত্র উঠে এলো, ক্ষয়ক্ষতির পাশাপাশি হাতির হানায় গুরুতর আহত এক যুবক,জানা গিয়েছে ২৬ থেকে ২৮ বছর বয়সী নরেন মুর্মু নামে ওই যুবক আহত হয়েছে, বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন,জানা গিয়েছে ওই হাতির দল তাণ্ডব চালানোর সময় হঠাৎই ওই যুবক সামনে চলে আসে,এরপর এই ঘটনাটি ঘটে, রীতিমতো এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।
Home রাজ্য দক্ষিণ বাংলা হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক জমির ফসলের পাশাপাশি হাতির হানায় গুরুতর আহত এক,আতঙ্কের...