নক আউট ডিউস ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট দুবরাজপুরে।

বীরভুম, সেখ ওলি মহম্মদ:- মাদকের নেশায় ও মোবাইল গেমের নেশায় আশক্ত হয়ে পড়ছে যুব সমাজ। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বীরভূম জেলার দুবরাজপুরের রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে নক আউট ডিউস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয় আজ। এই খেলা শুরু হয়েছিল গত ২২ শে জানুয়ারি। মোট ৮ টি দল অংশ গ্রহন করেছিল এই খেলায়। ফাইনালে মুখোমুখি হয় ইসলাম স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর স্পোর্টস এসোসিয়েশন। এদিন ২০ ওভারের খেলায় ১৬ ওভারে ১৪০ রান করে অল আউট হয়ে যায় ইসলাম স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। জবাবে ব্যাট করতে নেমে ইসলামপুর স্পোর্টস এসোসিয়েশনের খেলোয়াড়রা ১৪ ওভারে সেই রান তুলে নিয়ে বিজয়ী হয়। রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১২ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ৯ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও প্রতিটি খেলায় পুরস্কার দেওয়া হয়েছে। আজকের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার ফকির বাউরী, বিশিষ্ট সমাজসেবী রবীন দে, বিদ্যুৎ মাহাতা, অরুণ কুমার আগরওয়াল, রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের সম্পাদক রিপন দে, সভাপতি রতন বাউরী সহ ক্রিকেট প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *