রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ যাত্রায় অংশ নিলেন বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।

0
375

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১লা ফেব্রুয়ারি লোকসভায় পেশ হতে চলেছে এবছরের অর্থনৈতিক বাজেট। আর বাজেটের আগে আগামীকাল নতুন বছরে প্রথম মন কি বাত অনুষ্ঠানে মিলিত হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানকে সাধারণ মানুষের কাছে আরো বেশি করে তুলে ধরার জন্য রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রা করছে ভারতীয় জনতা পার্টি। তারই ফলস্বরূপ শনিবার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ যাত্রায় অংশ নিলেন বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি তথা রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। বাজেট পেশের আগে আগামীকাল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে থাকছে অনেক চমক,সেই জন্যই পার্থসারথি বাবু সম্পর্ক যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আবেদন করেন যাতে আগামীকালের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে সাধারণ মানুষ আরো বেশি করে অংশ নেয়।