মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালিমিনিয়ামের কলসি।

0
227

মালদা, নিজস্ব সংবাদদাতা:-‌মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফণি মনসার গাছে বাঁধা একটা অ্যালিমিনিয়ামের কলসি। তার মধ্যে রয়েছে একটি বিষাক্ত সাপ।কলসের মুখটি গামছা দিয়ে বাঁধা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হসপিটাল চত্বরে ঘটনাটি নজরে আসে বুধবার বিকেলে । পরে মালদা মেডিক্যালের জরুরি বিভাগের কর্মীরা কলসির গামছা খুলে বিষধর সাপটি দেখতে পান। সাপ টিকে উদ্ধার করে জঙ্গলে উন্মুক্ত পরিবেশে ছাড়ার ব্যবস্থা করেন । হসপিটালের কর্মীদের অনুমান মালদা মেডিক্যালে আসা কোনও সাপে কামড়ানো রোগীর পরিবারের এই কাজ করে থাকতে পারে। এখনও ওই রোগী-‌সহ তাঁর পরিবাররকে খোঁজা হচ্ছে। তাঁদের এই নির্বুদ্ধিতায় দুর্ঘটনাও ঘটতে পারতো মালদা মেডিক্যাল চত্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here