50 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রীর তত্ত্বাবধানে নদীয়ার ফুলিয়া টাউনশিপে গড়ে উঠতে চলেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ।

0
363

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার ফুলিয়া ক্যাম্পাসে তৈরি হতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারত সরকারের বস্ত্রমন্ত্রকের উদ্যোগে পরিকাঠামোগত উন্নয়নে 50 কোটি টাকা ব্যয়ে এ ধরনের উদ্যোগ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার থেকে বস্ত্র প্রযুক্তি বিষয়ক পড়াশোনা করতে এখন থেকে এখানেই আসতে হবে আগ্রহী ছাত্র-ছাত্রীদের।তবে বাংলার ক্ষেত্রে বেশি আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। সংসদ জগন্নাথ সরকার এ বিষয়ে অনেকদিন ধরেই দরবার করেছিলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককে, আর ছাড়পত্র মেলায় আজ তিনি পরিদর্শন করেন সমগ্র ক্যাম্পাস। যদিও 2013 সাল থেকে এই ইঞ্জিনিয়ারিং কলেজ এযাবৎকাল ফুলিয়া আইটিআই ক্যাম্পাসে চলত। কিছুদিন পূর্বে আইটিআই ক্যাম্পাসের পাশে 5.38 একর জমির উপর গড়ে উঠতে চলেছে পুরুষ এবং মহিলা হোস্টেল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অভিনব অত্যাধুনিক বিজ্ঞানসম্মত আন্তর্জাতিক মানের ক্লাসরুম। তিন বছরের ডিপ্লোমা কোর্সে আপাতত 33 জন করে প্রতি বছরে পড়াশোনার সুযোগ পাবেন বলে জানা গেছে।