শীতকালে পিয়াজ কলি চাষ করে লাভের মুখ দেখছেন তিস্তা নদীর তীরে অবস্থিত বসবাস কারী মানুষ রা।

0
1043

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শীতকালে পিয়াজ কলি চাষ করে লাভের মুখ দেখছেন তিস্তা নদীর তীরে অবস্থিত বসবাস কারী মানুষ রা।কিছু হলেও এই চাষে সহ যোগিতা করছে করছে কলেজ ছাত্র রাও। নতুন বালি পলিমাটিতে সব ধরনের ফসল খুবই ভালো হয় তিস্তা পারে জমিতে।তাই এইবার কিছু পিয়াজ কলি চাষ করা শুরু করছেন ঐ এলাকার বাসিন্দা রা। মোটামুটি ফসল ভালোই হয়েছে। শুরু হয়েছে বিক্রি ও। সামান্য একটু খরচেই এই চাষ করে কিছু টা হলেও লাভের মুখ দেখছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here