এগরাতে নির্বাচনী জনসভায় এসে শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবি জানালেন সুপ্রকাশ গিরি।

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- নির্বাচনের আগে সম্প্রীতির জাতিভেদ ও উস্কানিমূলক কথাবার্তা বলে হিংসা ছড়ানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারী, তাই তাঁকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সম্প্রীতি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সম্প্রীতি এগরাকে তিনি বিকৃত করার চেষ্টা করছেন,রবিবার তৃণমুল কংগ্রেসের একটি জনসভায় এসে এমনটাই বললেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃনমূলের সভাপতি সুপ্রকাশ গিরি।
শুভেন্দু অধিকারী বলেছিলেন তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ নেই পুলিশ নিয়ে ঘুরছে, এমন কথার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে সুপ্রকাশ গিরি বলেন শুভেন্দু অধিকারী যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে তাহলে সিআরপিএফ বাড়িতে রেখে একা রাস্তায় নেমে রাজনৈতিক মোকাবেলা করুক। উনি বলছেন তৃণমূলের কাছে মানুষ নেই কিন্তু তৃণমূলের মন্ত্রী পুলিশ ছাড়াই ঘুরছেন, হাজার হাজার মানুষ তৃণমূলের মিছিল ঘুরছে, আর শুভেন্দু বাবু কুড়ি জন মানুষ আর তিরিশ জন সিআরপিএফ নিয়ে বাইরে বেরোচ্ছে এখানেই বোঝা যাচ্ছে কার কাছে মানুষ আছে, কার কাছে নেই।
২৭শে ফেব্রুয়ারি আসন্ন এগরা পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করতে পূর্ব মেদিনীপুরের এগরা শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী কবিতা প্রধানের উদ্যোগে ১৪টি ওয়ার্ডের মহিলাদের নিয়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এগরা শহরের দীঘা মোড় সংলগ্ন এলাকায়
উপস্থিত ছিলেন পুর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুপ্রকাশ গিরি, এগরার বিধায়ক তরুন মাইতি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি ৩নং ব্লকের সভাপতি বিকাশ বেজ, পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘুর সভাপতি সেক আনোয়ারউদ্দীন, এগরা শহর তৃণমূল সভাপতি উত্তম দাস, দলের যুব তৃণমূল সভাপতি কৌস্তুভ দাস, তাহের মল্লিক, নাসির খান, লিয়াকত মল্লিক, শেখ আকতার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *