নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে আকাশছোঁয়া কয়লার দাম, এই দুই এর প্রভাবে ধুঁকছে ইটভাটা গুলি

0
299

আবদুল হাই, বাঁকুড়াঃ ইঁট ভাটা গুলিকে সচল রাখতে মরিয়া ভাটা মালিক কারণ এই ভাটার উপরেই নির্ভর করছে তাদের জীবন-জীবিকা শুধু তাদের নয় বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের বহু ভাটার স্থানীয় এবং পরিযায়ী মিলিয়ে বেশ কয়েক হাজার শ্রমিক ইটভাটায় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।
ভাটা বন্ধ হয়ে গেলে মালিকদের সঙ্গে সঙ্গে এত লোক কর্মহীন হয়ে পড়বে আর সে ক্ষেত্রে বহু পরিবারকে স্ত্রী-পুত্র-সন্তানের হাত ধরে দাঁড়াতে হবে রাস্তায়, এই পরিস্থিতিতে ইটভাটার মালিকরা চেষ্টা করছেন ভাটাকে সচল রাখার।

পকেটের টাকা নিয়ে কয়লা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মালিকরা কিন্তু কয়লা পাচ্ছেনা, অধিক দামে যদিও বা পাওয়া যাচ্ছে তাও আবার প্রচুর সময়ের পরে এবং অতি নিম্ন মানের কয়লা , এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাটা মালিক এবং শ্রমিকরা সমবেতভাবে সরকারের কাছে আবেদন রাখছেন যাতে কয়লার দাম কিছুটা হলেও কমে এবং সাথে সাথে নিয়মিত ভাটা গুলিতে আমদানি হয়।.