নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা পুর সভা নির্বাচনকে সামনে রেখে এবার দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC এর সদস্যরা।গত ২৫ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু করেছে সংগঠনের সদস্যরা বলে জানা গেছে। সোমবার সংগঠনের ব্লক সভাপতি অশোক সাহা জানান, প্রতিদিন দুটি বা তিনটি ওয়ার্ড ধরে জন সংযোগ যাত্রা করেছেন সংগঠনের সদস্যরা।এলাকায় গিয়ে মানুষের কাছে তাদের বিভিন্ন অভাব অভিযোগ শোনার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছে কি না তা শুনছে তারা।মানুষের সমস্যা শুনে তা সমাধানের আশ্বাস দিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আবেদন জানানো হচ্ছে বলেও জানান তিনি।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা পুর সভা নির্বাচনকে সামনে রেখে এবার দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে তৃণমূলের শ্রমিক...