এক শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় দুই মহিলা সহ চার জন অভিযুক্ত কে যাবজ্জীবন কারা দণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত।

0
225

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- এক শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় দুই মহিলা সহ চার জন অভিযুক্ত কে যাবজ্জীবন কারা দণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, গত 04.08.14 তারিখে নদীয়ার হাঁসখালি থানার গাড়াপোতা বাসিন্দা মিলন বিশ্বাস এর আাট বছরের সন্তান রজত বিশ্বাস অপহরণ করে দুষ্কৃতীরা। সরকারি পক্ষের আইনজীবী অপূর্ব ভদ্র জানান, অপহরণের পরে ফোন করে মিলন বাবুর কাছ থেকে ছেলের মুক্তিপণ হিসেবে 10 লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। এর পরই হাঁসখালী থানায় ছেলের অপহরণের অভিযোগ দায়ের করে বাবা মিলন বিশ্বাস। অভিযোগ এই ঘটনার তিনদিন পর স্থানীয় এক পাট বাগানের ভিতর থেকে শিশুটির পচা গলা দেহ উদ্ধার করে হাসখালী থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করে মিলন বিশ্বাসের মোবাইলে আসা ফোন কলের নম্বরের সূত্র ধরে নবদ্বীপের বাসিন্দা চৈতালি পাল (20), উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা মনিকা বাগচী (21), মায়াপুরের বাসিন্দা সঞ্জয় দাস (35), এবং হাসখালী এলাকার বাসিন্দা হরিদাস বিশ্বাস নামের 4 জনকে গ্রেফতার করে হাসখালী পুলিশ। এরপর রানাঘাট আদালতে টানা কয়েক বছর বিচার-প্রক্রিয়া চলার পর সোমবার আদালত 8 বছরের রজত বিশ্বাসকে অপহরণ ও পরে মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে খুন ও প্রমান লোপাটের চেষ্টর অভিযোগে অভিযুক্ত 2 মহিলা সহ চারজনকে দোষী সাব্যস্ত করে এবং মঙ্গলবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত। আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন মৃত শিশুর পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here