মালদার গাজোলে আদিবাসীদের উন্নয়ন প্রকল্পের কর্মসূচিকে সামনে রেখে শুরু হলো “জয় জোহার” উৎসব এবং মেলা ।

0
385

মালদা , নিজস্ব সংবাদদাতা:- মালদার গাজোলে আদিবাসীদের উন্নয়ন প্রকল্পের কর্মসূচিকে সামনে রেখে শুরু হলো “জয় জোহার” উৎসব এবং মেলা । মঙ্গলবার থেকে গাজোল ব্লকের কমিউনিটি হলে শুরু হয়েছে এই অনুষ্ঠান। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কি ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। কোন কোন প্রকল্প আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিয়েছেন, সেই বিষয়গুলোকে সামনে তুলে ধরা হয়েছে এই মেলার মাধ্যমে। তিনদিন ধরে চলা এই মেলায় আদিবাসীদের নিয়ে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা এবং নানান সরকারি প্রকল্পের সুবিধার কথা প্রচার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মেলা কর্তৃপক্ষ।
আদিবাসী সমবায় উন্নয়ন নিগমের সদস্য তথা গাজোল তৃণমূল নেতা সনাতন টুডু বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প গড়ে তুলেছে। আজকের এই “জয় জোহার” মেলার শুরুর মাধ্যমে সেই সব প্রকল্পের কথা আমরা আদিবাসী মানুষদের মধ্যে বিশেষ করে প্রচারে তুলে ধরছি। এছাড়া এদিন সিধু , কানুর মূর্তিতে ফুলের মালা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । তিন দিন ধরে এই উৎসব চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here