চায়ের চোকানে প্রাক্তন শিক্ষকের জন্মদিন পালিত হল।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –বুধবার সকালে চায়ের দোকানে এক প্রাক্তন শিক্ষকের ৭৫ তম জন্মদিন পালন করলেন অপর একদল প্রাক্তন শিক্ষক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের বাসন্তী বাজারের একটি চায়ের দোকানে।এলাকার বহু প্রাইমারী,হাইস্কুলের শিক্ষক অবসর গ্রহন করেছেন।কালের নিয়মেই ঠিক তেমন ভাবেই গত ১৫ বছর আগেই এলাকার পুরন্দর প্রাথমিক স্কুলের শিক্ষকতার পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন শিক্ষক অমূল্য কুমার দাস। কালের নিয়মে বাসন্তীর হোগল নদীর জল অনেক গড়িয়েছে। এলাকার প্রাক্তন শিক্ষকরা অবসর সময়ে হাসি ঠাট্টা,গল্প গুজবের মধ্যে কাটানোর জন্য জমায়েত হতেন বাসন্তী বাজারের জহর দাসের চায়ের দোকানে।সেখানেই সকাল সন্ধ্যায় প্রাক্তন শিক্ষকদের জমায়েত দেখা যায় নিত্যদিন।
বুধবার সকালেও তার ব্যতিক্রম হয়নি।
চা-য়ে চুমুক দিতে দিতে আলোচনায় উঠে আসে অমূল্য বাবুর বয়স।জানা যায় তাঁর আজই জন্মদিন।অবসর প্রাপ্ত শিক্ষকরা মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করে তাঁর জন্মদিন চায়ের দোকানেই পালিত হবে। যেমন ভাবা তেমন কাজ। মুহূর্তের মধ্যে সমস্ত আয়োজন করা হয়।
৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক অমূল্য কুমার দাসের সাথে পুষ্পস্তবক,বই,ডায়েরি এবং কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান প্রাক্তন শিক্ষক তথা সুন্দরবনের বিশিষ্ট প্রাবন্ধিক প্রভুদান হালদার,শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক অমল নায়েক, প্রাক্তন শিক্ষক,হরিপদ বৈদ্য, নবাব মোল্লা সহ অন্যান্যরা।ঘটনা প্রসঙ্গে সুন্দরবনের বিশিষ্ট প্রাবন্ধিক তথা প্রাক্তন শিক্ষক প্রভুদান হালদার জানিয়েছে ‘হঠাৎ অনাড়ম্বর ভাবে এই অনুষ্ঠান অমূল্য বাবুর মতো এক প্রবীণ নাগরিক নতুন প্রাণশক্তিতে সঞ্চারিত হয়ে ভরপুর হয়ে উঠবেন। এমনটাই করতে পেরে আমরা খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *