দীর্ঘ বছর প্রতিক্ষার পর সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায়,খুশির হাওয়া পাড়িরচক গ্ৰামে।

0
228

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের পাড়িরচক গ্ৰাম । এই গ্ৰামে ১৫ থেকে ২০ টি ঘর। দীর্ঘ বছর বছর ধরে ছিল না কোন যোগাযোগ ব্যবস্থা এই গ্ৰামের মানুষজন নিজেদের উদ্যোগে তৈরি অস্থায়ী কাঠের সাঁকোর উপর দিয়ে যাওয়া আসা করতো । এই গ্ৰামের পাশ আছে দেবখাল। বর্ষাকাল এলেই ছেলে মেয়েরা স্কুলে যেতে পারতো না। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেত। গ্ৰামের কেউ অসুস্থ হয়ে পরলে বা সন্তানসম্ভবা মা বোনেদের হাসপাতালে ভর্তি করতে হলে কাঁধে করে মাঠে মাঠে নিয়ে মেন রাস্তায় উঠতে হত। বর্ষাকাল এলেই ঐ দেবখাল জলে থৈ থৈ করে।পাডিরচকের গ্ৰামে মানুষজন কে অস্থায়ী বাঁশের সাঁকোর উপর দিয়ে যাওয়া আসা করতে হতো।গ্ৰামের বাসিন্দারা জানান,দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের যাওয়া আসার রাস্তা ছিল না।আজ সেতু নির্মাণ হচ্ছে আমরা খুব খুব খুশি।আর সেই খুশির চিত্র ধরা পরলো আমাদের ক্যামেরায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here