ক্ষীরেরকোটের পূর্ব পাড়া এলাকায় সেতু তৈরির দাবি ছিল দীর্ঘদিনের, বর্তমান সরকারের হাত ধরে সেই দাবি পূরণ হতে চলছে।

0
347

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেরকোটের পূর্ব পাড়া এলাকায় সেতু তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। বর্তমান সরকারের হাত ধরে সেই দাবি পূরণ হতে চলছে। এতে খুশি স্থানীয় বাসিন্দারা। জটেশ্বর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল বলেন, “ক্ষীরেরকোটের পূর্ব পাড়া এলাকায় সেতু তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। বর্তমানে সেতুর সামান্য কিছু কাজ চলছে। মাস দুয়েকের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি, কিছু না কিছু উন্নয়নমূলক কাজ করে চলেছি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন। আজ সেই সেতু তৈরি। এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ।”জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের ক্ষীরেরকোটের পূর্ব পাড়ায় বীরকিটি নদীর উপর সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনেই গ্রাম পঞ্চায়েতের থেকে সেখানে সেতু তৈরির সিদ্ধান্ত নেয়।