পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য পাড়ায় শিক্ষালয় চালু হলো।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য পাড়ায় শিক্ষালয় চালু হলো। করোনার দাপটে দীর্ঘ দুই বছর অতিক্রান্ত হলেও শিশুদের শিক্ষার ব্যাবস্থা বিপর্যয়ের মুখে । এমতাবস্থায় করোনার দাপট একটু কমায় রাজ্য সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রীর নতুন ভাবনায় বাস্তবে রূপায়িত করার জন্য শিক্ষা দপ্তরের নির্দেশে পাড়ায় শিক্ষালয় চালু করা হলো। আজ স্কুলের গন্ডি থেকে স্কুলের বাইরে খোলা আকাশের নীচে পঠন-পাঠনে ব্যবস্থা করলেন প্রত্যেক ইস্কুলের শিক্ষক শিক্ষিকাগণ । অপরদিকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলের শিক্ষাদানের ব্যবস্থা চালু হলো । খুশি শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরাও। মাননীয়া মুখ্যমন্ত্রীর নতুন ভাবনার বাস্তবে রূপ দিতে যুদ্ধকালীন তৎপরতায় চিত্র ফুটে উঠল বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তৎপরতা দেখে । নতুন ভাবধারায় ক্লাস করতে ছাত্র ছাত্রীদের চোখে-মুখে ফুটে উঠল আনন্দের প্রতিচ্ছবি । এখন দেখার দীর্ঘদিন স্কুল অঙ্গনে পঠন-পাঠন না হওয়ায় বর্তমানে খোলা আকাশের নিচে ছাত্র-ছাত্রীরা গঠন পাঠন কিভাবে মানিয়ে নেয় তার দিকে তাকিয়ে আপামর পশ্চিমবঙ্গবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *