দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে শুরু হল পাড়ায় শিক্ষালয়।

0
206

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- করোনা অতিমারীর জন্য দীর্ঘ দুবছর ধরে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু করোনার তৃতীয় ঢেউ সেরকম প্রভাব ফেলতে পারেনি। তাই রাজ্য সরকারের নির্দেশানুযায়ী আজ থেকেই খুলে গেল স্কুল। তবে জানানো হয়েছে শ্রেণীকক্ষে ক্লাস শুরু হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। অন্যদিকে ৭ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি। পাড়ায় শিক্ষালয় প্রকল্পে পড়ুয়াদের পাড়ায় পাড়ায় গিয়ে ক্লাস নেবেন স্কুলের শিক্ষক, পার্শ্বশিক্ষক, শিক্ষা সহায়করা। কিন্তু আজ স্কুল খোলার প্রথম দিনেই দেখা গেল বীরভূম জেলার শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে পাড়ায় শিক্ষালয়। এদিন খোলা আকাশের নীচে ছাত্রদের পড়াতে দেখা যায়। বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন ছাত্রদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়। তারপর ছাত্রদের সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছিল। পাশাপাশি করোনা ভাইরাস সমন্ধে ছাত্রদের অবগত করেন বিজ্ঞান বিভাগের শিক্ষক দীপঙ্কর ব্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here