আবদুল হাই, বাঁকুড়াঃ রেলের ওভারহিটিং তারের কাজ করার সময় গাড়ির উপর থেকে পড়ে গুরুতর আহত এক কর্মী।খবর পেয়ে বঁাকুড়া জেলার ইন্দাস থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়।
আদ্রা ডিভিশন এর বাঁকুড়া মশাগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চলাচলের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, এদিন ইন্দাস রেল স্টেশনে রেলের ওভারহেটিং এর কাজ করার সময় আচমকাই এক কর্মী ইঞ্জিনের উপরের লাগানো থাকা সিঁড়ি থেকে পড়ে যান, ইন্দাস থানার পুলিশ ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে, সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখলে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।