দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার খয়রাশোল ব্লকের নওপাড়া গ্রামে কয়লা কাণ্ডের ঘটনায় গতকাল রাত্রে সেখ ইবরান নামে একজনকে গ্রেপ্তার করল লোকপুর থানার পুলিশ। আজ তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এদিন দুবরাজপুর আদালতের বিচারক সেখ ইবরানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পাশাপাশি গতকাল লোকপুর থানার পুলিশ ফের অভিযান চালিয়ে আরো ৫০০ টন কয়লা বাজেয়াপ্ত করল।
ফের ৫০০ টন কয়লা বাজেয়াপ্ত করল লোকপুর থানার পুলিশ : গ্রেপ্তার ১।

Leave a Reply