সরস্বতী পুজোয় এবার থিম গণমাধ্যম।

0
298

আব্দুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়ার কেঠারডাঙ্গা সবজি বাজারে বহু প্রাচীন এ সরস্বতী পুজোয় থাকে প্রতিমা এবং মন্ডপ নিয়ে নিত্য নতুন ভাবনা। ৫ ষ্টার ক্লাবের সদস্যরা সরস্বতী পুজোয় এবার থিমের মাধ্যমে তুলে ধরেছে গণমাধ্যম। সেখানে দেখা গেল আমাদের জীবনের অন্যতম অঙ্গ গণমাধ্যমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। প্রতিমা করা হয়েছে পদ্ম ফুলের আদলে। খবরের কাগজ কে যে ঠোঙা বানানো ছাড়াও অন্যান্য অনেক কাজে লাগানো যায় তা দেখিয়ে দিল বাঁকুড়ার ৫ ষ্টার পুরো মন্ডপে গণমাধ্যমের চিত্র তুলে ধরা হয়েছে। এই ক্লাবের সম্পাদক বলেন, আমাদের সরস্বতী পুজো ২০ বছরে পদার্পণ করলো। আমরা প্রতি বছর পুজোয় থাকে নিত্য নতুন ভাবনা। এবারের থিম গণমাধ্যম। মানুষের জীবনের অন্যতম অঙ্গ গণমাধ্যমের প্রয়োজনীয়তা তা ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করেছি।