রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে মেদিনীপুর ITI তে এ্যাপ্রেনটিসশিপ মেলা!

0
225

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিমবঙ্গ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের ITI প্রাঙ্গণে আয়োজিত হয় এ্যাপ্রেনটিসশিপ মেলা ২০২২।
জানা গিয়েছে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৫ টি কোম্পানি এ্যাপ্রেনটিসশিপ-এর ব্যবস্থা করে দেয় টেকনিক্যাল স্টুডেন্টদের। যার মধ্যে অন্যতম ভারতীয় রেল।এই এ্যাপ্রেনটিসশিপ মেলার ফলে বহু ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে বলে দাবি ITI কর্তৃপক্ষের। এই দিনের এই এ্যাপ্রেনটিসশিপ মেলায় কয়েকশো ছাত্র-ছাত্রী উপস্থিত হয়েছিলেন।
তবে শুধুমাত্র আইটিআই ও ডিপ্লোমা পাশ ছাত্র-ছাত্রীদের জন্য এদিনের এই এ্যাপ্রেনটিসশিপ মেলার আয়োজন বলে জানিয়েছেন ITI কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here