১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখন শুরু করলো।

আবদুল হাই, বাঁকুড়া :- আগামী 27 শে ফেব্রুয়ারি বাঁকুড়াতে পৌরসভা নির্বাচন হতে চলেছে তার আগে সমস্ত দলগুলির পক্ষ থেকে এখানে জোর কদমে প্রচার পর্ব চালানো হচ্ছে আজ বাঁকুড়া 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জিব ব্যানার্জি তিনি তাঁর বিভিন্ন এলাকায় তার সমর্থকদের সাথে নিয়ে দেওয়াল লিখন করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জীব ব্যানার্জি বলেন যে তার জন্য নতুন নয় তিনি এখানে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন প্রতিটি মানুষকে ভাল করে চেনে তাই তিনি আগামী নির্বাচনে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি বলেন যেখানে বিরোধী পক্ষ বলে কেউ কিছু নেই এবং তিনি বলেন যেখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পের ফলে লাভ হয়েছে তাই তারা তাদের আশীর্বাদে ঝুলি উপরে তাকে জয়ী করবেন এলাকার সমস্যা নিয়ে বলতে গেলে তিনি বলেন যে এখানে ডাস্টবিনের কিছু সমস্যা আছে এরই সাথে এলাকার সৌন্দর্যায়নের বিষয়েও নজর দেবার কথা তিনি বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *