রাস্তার কাজ শুরুর দাবিতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা।

0
352

নিজস্ব সংবাদদাতা, মালদা ৬ ফেব্রুয়ারি:-  রাস্তার কাজ শুরুর দাবিতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা।রবিবার সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের ঘটনা

গ্রাবাসীদের অভিযোগ দীর্ঘ এক বছর আগে রাস্তা নির্মাণের জন্য পঞ্চায়েত থেকে এনআরজিএস প্রকল্পের ৬ টি বোর্ড লাগানো হলেও এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি।পঞ্চায়েত প্রধান ও
স্থানীয় প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।স্বল্প বৃষ্টি হলেই রাস্তার অবস্থা বেহাল হয়ে যায়।রাস্তা দিয়ে চলাফেরা করা অযোগ্য হয়ে পরে।কোন গাড়ি যাতাযাত করলেই দুর্ঘটনার কবলে পরে। রাস্তায় জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে।রাস্তার পচা নোংরা জল বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে।কঙ্কালসার কর্দমাক্ত রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি ঢুকতে পারে না।বিয়ে অনুষ্ঠানে
বর ও কনেকে কোলেতে করে রাস্তা পারাপার করাতে হয়।পঞ্চায়েত ভোটের আগে রাস্তার কাজ শুরু না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here