সততার নজির গড়লেন ফুলিয়ার যুবক।

0
389

নদীয়া-ফুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- জানা যায় আজ সকালে ফুলিয়ার বেলেমাঠ এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি টাকাভর্তি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন এক যুবক। মানি ব্যাগটি খুলতেই যুবকের চক্ষু চড়কগাছ । দেখেন মানিব্যাগে রয়েছে ভর্তি টাকা এবং তার সাথে রয়েছে ভোটার কার্ড ,আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও একটি ফোন নাম্বার। ওই যুবক বেলে মাঠের বাসিন্দা , নাম অর্ঘ্য মুখার্জি, ওই যুবক বলেন মানিব্যাগ থেকে পাওয়া ফোন নম্বর দেখে ফোন করি , তখনি জানতে পারি এই মানিব্যাগটি একটি লরি চালকের। জানাযায় লরি চালক এর বাড়ি মুর্শিদাবাদ, নাম রাজা শেখ , মুর্শিদাবাদ থেকে ভাড়া নিয়ে যাচ্ছিলেন বারাসাতে। লরি চালক রাজা শেখ বলেন কখন কিভাবে মানিব্যাগ টি পড়ে গিয়েছে বুঝতে পারিনি । তবে ওই মানিব্যাগটি লরি চালকের হাতে তুলে দিতে পেরে খুশি অর্ঘ্য । অর্ঘ্যর এই সততাকে সাধুবাদ জানিয়েছেন লরি চালক থেকে স্থানীয় মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here