কামালপুর প্রাথমিক বিদ্যালয়ে শুরু হল ‘পাড়ায় শিক্ষালয়’।

0
240

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- করোনার প্রকোপে দীর্ঘ দুই বছর রাজ্যের স্কুলগুলি বন্ধ রয়েছে।অন্যদিকে নবম- দ্বাদশ, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে অনলাইনের মাধ্যমে পড়াশোনা চললেও, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষাদানের বিকল্প পথ ছিল না। স্কুলের পরিবেশ, ক্লাসরুম, বন্ধুবান্ধব এক কথায় প্রায় সবই ভুলতে বসেছিল তারা। জীবনের প্রথম শিক্ষা প্রাক-প্রাথমিক শিক্ষা থেকেও তারা বঞ্চিত থেকে যাচ্ছিল। করোনার প্রকোপে তাদের স্কুলের পড়াশোনা হয়নি বললেই চলে। যার ফলে শিক্ষার্থীরা তাদের প্রাথমিক শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল। তাই পড়ুয়াদের এই দুর্দশার কথা মাথায় রেখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উদ্বোধন করেন ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের। যেখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য আর স্কুলে আসতে হবে না। নিজের পাড়ায় শিক্ষা গ্রহণ করার সুবিধা প্রদান করা হবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের মাধ্যমে। তাই আজকে রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয়। এদিন বিদ্যালয়ের শিক্ষকরা কামালপুর গ্রামের মোড়ল পাড়ায় গিয়ে খোলা আকাশের নীচে ছাত্র ছাত্রীদের পাঠদান করান। এতে খুসি শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরাও। এদিন কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরব সেন জানান, করোনা অতিমারীর জন্য দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল। স্কুল খোলাতে আমরা অনেক খুসি। আমরা শিক্ষকরা এই গ্রামের মোড়লপাড়ায় এসে বাচ্চাদের পাঠদান করাচ্ছি। এমনকী শুরুতে ছাত্র ছাত্রীদের হাতে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়। অপরদিকে সেখ মহম্মদ সালাম নামে এক অভিভাবক জানান, বাচ্চারা পড়াশুনাটা একেবারে ভুলতে বসেছিল। তাই স্কুল খোলাতে তারা পড়াশুনা করতে পারবে।