প্রশাসক মণ্ডলীর সদস্য পদ থেকে পদত্যাগ করলেন পীযূষ পাণ্ডে।

0
208

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- দোরগোড়ায় রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচন। আর সরকারের নিয়ম অনুযায়ী এবং নির্বাচনের বিধি অনুযায়ী প্রশাসক মণ্ডলীর সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। সেই মোতাবেক আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য তথা পৌর প্রশাসক পীযূষ পাণ্ডে ও দুই সদস্য মির্জা সৌকত আলী এবং সরস্বতী মাজি পদত্যাগ করলেন। এদিন পীযূষ পাণ্ডে জানান, পৌরসভার মেয়াদ ২০১৮ সালের অক্টোবরে শেষ হয়ে গেছিল। সেই সময় পৌরসভার দায়িত্বে ছিলেন তৎকালীন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। তারপর বোর্ড অফ এডমিনিস্ট্রেটর গঠন হয়েছিল ৪ আগষ্ট ২০২০ সালে। তখন আমাকে বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর চেয়ারপার্সন করা হয়েছিল। পাশাপাশি মির্জা সৌকত আলী ও সরস্বতী মাজিকে সদস্য করা হয়। আজ পৌর দপ্তর থেকে চিঠি আসার পর আমরা পদত্যাগ করলাম এবং বিভিন্ন বিভাগে সেগুলো পাঠিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here