এগরা ভয়াবহ বিস্ফোরনের পর ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বললেন বিরোধী দলের নেতা।

0
128

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার এগরার সাহাড়া অঞ্চলের খাদিকুল গ্রামে গতকাল অবৈধ বোম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এই দিন পরিদর্শনের পাশাপাশি এই ঘটনায় মৃত পরিবারের সঙ্গে সহানুভূতি সহ কথোপকথন করেন বিরোধী দলনেতা,এই বিস্ফোরণের ভয়াবহতা, পুলিশি যোগ সাজোগ ও পশ্চিম বাংলার প্রায় প্রতিটি এলাকায় এই রূপ সন্ত্রাস পরিপূর্ণ পরিবেশের জন্য পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে দায়ী করে এই ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে আর্থিক সহায়তা সহ সার্বিক ভাবে পাশে থাকার আশ্বাস দিয়ে এই ঘটনায় NIA তদন্তের জন্য মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রত্যেক নিহত ব্যক্তিদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি, প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের, আহত বেশ কয়েকজন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, ইতিমধ্যেই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here