নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অগ্নিনির্বাপক কেন্দ্রের সহায়তায় পরীক্ষামূলক প্রশিক্ষণ।

0
243

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- জেলায় একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সর্বোপরি কল্যাণী জে এন এম হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের সাবধানতা অবলম্বন করতেই হয় তো আজ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে শান্তিপুর অগ্নিনির্বাপণ কেন্দ্রের পক্ষ থেকে একটি পরীক্ষামূলক প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়, হাসপাতালে সমস্ত নার্সিং স্টাফ গ্রুপ ডি স্টাফ দের নিয়ে ।এমনকি ডাক্তারদের পর্যন্ত চটজলদি উপায়ে কিভাবে আগুন নেভানো হবে এবং অগ্নিনির্বাপক যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তার সম্যক ধারণা দেওয়া হয়। এ বিষয়ে হাসপাতাল সুপারেন্টেন্ড ডক্টর তারক বর্মন জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের ব্যবস্থা বছরে দু-তিন বার সরকারি তত্ত্বাবধানে হয়ে থাকে, গত 3 মাস আগেও হয়েছে এই হাসপাতালে। হাসপাতালের সকলে অত্যন্ত উৎসাহের সাথে রপ্ত করেছে বিষয়টি।
শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের ওসি সুদর্শন চক্রবর্তী জানান, স্টেট জেনারেল হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরেও এ ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা।