পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভা নির্বাচনের জন্য সোমবার থেকে মনোনয়ন পত্র দাখিল করা শুরু করলেন প্রার্থীরা। মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে, মহকুমা শাসকের নির্দিষ্ট করা কার্যালয়ে আজ বামপন্থী দলগুলির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সেই সঙ্গে কয়েকজন নির্দল প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে, জেলার ঘাটাল ও খড়গপুর মহকুমাশাসকের দফতরেও মনোনয়নপত্র দাখিল করার কাজ জারি রয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলা সি পি এম এর সম্পাদকমণ্ডলীর সদস্য কীর্তি দে বক্সী জানান তারা জেলাতে ৭ টি পৌরসভার ১২৯ টি প্রার্থী প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন তবে কংগ্রেস বা অন্য কারো সঙ্গে বামফ্রন্টের কোন রকম রাজনৈতিক জোট হচ্ছে না কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তিকে তারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে তারা সমন্বয় করছেন বলে জানিয়েছেন।
পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভা নির্বাচনের জন্য সোমবার থেকে মনোনয়ন পত্র দাখিল করা শুরু করলেন প্রার্থীরা।

Leave a Reply