কৃষ্ণনগর পৌরসভার মনোনয়নপত্র জমা দিলেন প্রদেশ কংগ্রেস প্রার্থীরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ বাতিল করে দিয়েছে, সাধারণ মানুষ আর তৃণমূলকে চাইছে না, বুধবার কৃষ্ণনগর পৌরসভার কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে এসে তৃণমূলকে আক্রমণ করলেন নদীয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম কুমার সাহা। বুধবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কৃষ্ণনগর পৌরসভার 22 টি ওয়ার্ডের প্রার্থীরা কৃষ্ণনগর শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেয়। দিন কয়েক আগেই কৃষ্ণনগর পৌরসভা নির্বাচনে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে। বুধবার প্রদেশ কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন নদীয়া জেলার সভাপতি অসীম কুমার সাহা। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, তৃণমূল যে দুর্নীতি করেছে সেই কারণে মানুষ তাদের বাতিল করেছে। কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ থেকে স্পষ্ট এবারের আসন্ন নির্বাচনে কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবে। যদিও তিনি এই পৌরসভা নির্বাচনে শাসক দলকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *