রাজ্য সরকারের দুয়ারে মদ প্রকল্প বাতিলের দাবিতে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল SUCI

0
272

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রাজ্য সরকারের দুয়ারে মদ প্রকল্প বাতিলের দাবিতে মেদিনীপুর শহরে বুধবার প্রতিবাদ মিছিল করল এস ইউ সি আই কমিউনিস্ট দল।এইদিন শহরের কর্ণেলগোলা অফিস থেকে মিছিল শুরু হয়ে বিদ্যাসাগর মূর্তি, কালেক্টরেট,কেরানীতলা হয়ে আবার কর্ণেলগোলাতে এসে প্রতিবাদ মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক কমরেড নারায়ন অধিকারী। এইদিন তিনি বলেন- সারা দেশজুড়ে মানুষের কাজ নেই,চরম বেকারত্ব, মানুষের দৈনন্দিন খাদ্য সংগ্রহ করাও দুর্বিষহ হয়ে উঠেছে।একটার পর একটা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি। তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ যাতে না দেখা যায় তার জন্য উভয় সরকারের নানারকম চক্রান্ত আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি। এরকমই একটি ঘৃন্য নীতি দুয়ারে মদ প্রকল্প আমাদের রাজ্যের সরকার নিয়ে এসেছে। আমরা মনে করি এর দ্বারা সমাজের নৈতিকতার চরম অবক্ষয় হবে । নৈতিকতা ধ্বংসকারী এই ঘৃন্য প্রকল্প বাতিলের দাবিতে সমাজের সর্বস্তরের মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here