নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- মা প্রার্থী ভোট প্রচারে বিধায়ক ছেলে, মন্দিরে জোড়া ঢাক নিয়ে পুজো দিয়ে শুরু করলেন ভোট প্রচার, পৌর ভোটে এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ডে।চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরুপ ধাড়া।এবারের পৌর নির্বাচনে চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিধায়ক অরুপ ধাড়ার মা মেনকা ধাড়া।নমিনেশন জমার কাজ সম্পন্ন হতেই মায়ের সমর্থনে মাকে নিয়ে ওয়ার্ডে প্রচারে নামলেন বিধায়ক পুত্র।
বৃহস্পতিবার চন্দ্রকোনা পৌরসভার ৮ নং ওয়ার্ড জয়ন্তীপুরে শিব মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে ছেলের সাথে প্রচার শুরু করলেন ৫৯ বছর বয়সী তৃণমূল বিধায়কের মা মেনকা ধাড়া।
পুজো দেওয়ার পর ওয়ার্ডে দেওয়াল লিখন থেকে বাড়ি বাড়ি প্রচারেও একসাথে দেখা যায় বিধায়ক পুত্র ও ওয়ার্ডে প্রার্থী মাকে। উল্লেখ্য,৮ নং ওয়ার্ড বিধায়ক অরুপ ধাড়ার নিজের ওয়ার্ড,বিধায়ক হওয়ার আগে অরুপ বাবু ২০১৫ পৌর নির্বাচনে এই ৮ নং ওয়ার্ড থেকে জিতে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান ও পরে প্রশাসকের দায়িত্ব সামলেছেন।২০২১ বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূলের হয়ে লড়ে বিধায়ক হন।এবার পৌর ভোটে তার নিজের ওয়ার্ড ৮ নং ওয়ার্ডে মা মেনকা ধাড়া দলের টিকিট পাওয়ায় অন্যান্য প্রার্থীদের প্রচারে সময় দেওয়ার পাশাপাশি প্রার্থী নিজের মাকে জেতানোর লক্ষ্য জোরকদমে প্রচারে নামলেন বিধায়ক পুত্র।
Home রাজ্য দক্ষিণ বাংলা মা প্রার্থী প্রাচারে বিধায়ক ছেলে,মন্দিরে পুজো দিয়ে জোড়া ঢাঁক নিয়ে বাড়ি বাড়ি...