আবারো সমুদ্র সৈকত দীঘা উদ্ধারকৃত ডলফিন,সমুদ্রগর্ভে ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে ডলফিনের প্রাথমিক অনুমান।

0
301

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আবারো পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় ভেসে উঠলো মৃত ডলফিন। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে প্রায় চার ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে ওল্ড দিঘা এলাকায়। জানা গিয়েছে ওই মৃত ডলফিনতির ওজন প্রায় ৫০ কেজি। তবে শরীরে পচনের সৃষ্টি হয়েছে ওই মৃত ডলফিনটির। যার ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি দূষণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই সমুদ্রসৈকতে স্থানীয়রা ওই মৃত ডলফিন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে বনদপ্তরের কাছে। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান সমুদ্রগর্ভে কোন এক টলারের  ধাক্কায় ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই বনদপ্তর ও প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা।