কুলতলিতে বাঘের পায়ের ছাপ,ঘটনাস্থলে বন কর্মী ও পুলিশ।

0
394

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বুধবার কুলতলি থানারঅন্তর্গত দেউলবাড়ি- দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুলচাঁদ এলাকায় দেখা যায় বাঘের পায়ের টাটকা ছাপ। মুহূর্তের মধ্যেই পেটকুলচাঁদ সহ পাশের সাবুর আলীকাটা এলাকা জুড়ে ব্যাপক বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। সেই খবর পাওয়া মাত্রই বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলি বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে যায়।সেখানে ছাপ দেখে বাঘের বলে চিহ্নিত করে। এর পরে ঘটনাস্থলে চলে আসে রায়দিঘির রেঞ্জার সহ আরো অন্যান্য বন কর্মীরা। বাঘের পায়ের ছাপকে ঘিরে এলাকায় যাতে কোনোরকম আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই কারণেই ঘটনাস্থলে পৌঁছে যায় কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনীও। এই মুহূর্তে ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেই বাঘের অবস্থান জানার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। তবে বনদপ্তর সূত্রের খবর সুন্দরবনের আজমলমারি ১ নম্বর জঙ্গল থেকে বাঘটি কোন ভাবে বেরিয়ে চলে এসেছিল পেটকুলচাঁদ এলাকায়। পায়ের ছাপ অনুযায়ী পূর্ণবয়স্ক পুরুষ বাঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার আগেই দিনের আলোয় বনকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাঘের অবস্থান জানার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here