এম এ পাস করে ফুচকা দোকান দিয়ে স্বপ্ন পূরণের প্রয়াসে শক্তিনগরে সিমপি সাহা।

0
365

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সিমপি সাহা শক্তিনগরে বাড়ি এম এ পাস করে।ফুচকা দোকান দিয়েছে বাবা কে সাহায্য ও সংসারে হাল ধরতে ।সে গান করতে ভালোবাসে। সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে কয়েক দিন রেওয়াজ করেও তা তুলে রাখতে হয়েছে অর্থ কষ্টের জন্য তাই নিজের উদ্যমে সংসারের হাল ফেরাতে তাই এই ফুচকার দোকান ।রবীন্দ্র সংগীত ,আধুনিক গানের প্রতি দূর্বলতা আছে । মা নার্ভের রুগী ঔষধ খরচ কিংবা অন্যান্য খরচের জন্য তাই এই ফুচকা বাবস্যাটা অনেকটাই নির্ভরতা দিচ্ছে সিমপি সাহা কে।