নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- রেল ব্রিজে সেল্ফি তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার বলি দুই যুবকের, গুরুতর আহত এক যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য মেদিনীপুর শহরে। জানা গিয়েছে, শনিবার মেদিনীপুর শহরের হাতিহল্কা এলাকা থেকে রেল ব্রিজ সংলগ্ন কংসাবতীর তীরে পিকনিক করতে আসে বেশ কয়েকজন যুবক। পিকনিকের ফাঁকেই মদ্যপ অবস্থায় রেলব্রিজে সেল্ফি তুললে যায় ওই তিন জন। সেসময় হঠাতই ট্রেন চলে আসায় টেনের ধাক্কায় মৃত্যু হয় দুইজনের, জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম মুস্তাক আলি খান,যার বয়স আনুমানিক ৩৭ বছর, অপর জনের নাম আবির গায়েন, যার বয়স আনুমানিক ৩৫ বছর, অন্যদিকে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম জুলমত গায়েন, যার বয়স আনুমানিক ৩২ বছর। এরপর স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় ওই যুবকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরেই রেল সুরক্ষা প্রশ্নের মুখে। রেলব্রিজে নজর দারি নিয়ে উঠছে প্রশ্ন। যদিও রেল কর্তাদের দাবি, দুর্ঘটনা এড়াতে ও সাধারন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য সবধরনের পদক্ষেপ গ্রহন করা হয় তাদের তরফে।তবে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Leave a Reply